রাজ্যে এখনই চলবে না যাত্রীবাহী বিমান

Spread the love

কেন্দ্র সোমবার থেকে বিমান পরিষেবা চালু করার নির্দেশ দিলেও, রাজ্যে তা এখনই চালু হচ্ছে না। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে এই খবর মিলেছে। তবে করোনার বাড়-বাড়ন্তের মধ্যে মহারাষ্ট্র বিমান পরিষেবা চালু নিয়ে এতদিন তীব্র আপত্তি জানালেও, এ দিন সে রাজ্যের মন্ত্রী জানিয়েছেন, রোজ ২৫টি করে উড়ানে তাঁরা অনুমতি দিয়েছে।

কেন্দ্র আগেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, সোমবার থেকে শুরু হবে যাত্রীবাহী বিমান পরিষেবা। তবে পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় উম্পুনের ধ্বংসলীলার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে অনুরোধ করেছিলেন বিমান পরিষেবা দেরিতে চালু করার জন্য। উম্পুন পরবর্তী পরিস্থিতি সাময়িকভাবে সামাল দেওয়ার জন্য সময় চেয়ে নিয়েছিলেন তিনি।

সূত্রের খবর, তাঁর অনুরোধে সম্মতি দিয়ে কেন্দ্রের তরফে জানানো হয়েছে ২৮ মে থেকে রাজ্যে বিমান চলাচল করবে। যাঁরা টিকিট কেটেছেন, তাঁদের যোগাযোগ করতে হবে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে। কলকাতা এবং বাগডোগরা দু জায়গায় একই দিনে বিমান চলাচল শুরু হবে।

সোমবার থেকে মুম্বই থেকে ২৫টি করে বিমান যাতায়াত করবে বলে জানিয়েছে মহারাষ্ট্র সরকার। সোমবার সকাল ৬টায় ইন্ডিগোর একটি বিমান প্রথম মুম্বইয়ে পৌঁছবে। মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক জানিয়েছেন, ‘সোমবার থেকে মুম্বইয়ে ২৫টি করে যাত্রীবাহী বিমান চলাফেরা করবে। ধীরে ধীরে এই সংখ্যাটা বাড়বে।’

এ দিকে, রবিবারই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, ‘আমি অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সঙ্গে কথা বলেছি। বিমান সফর শুরুর করার প্রয়োজনীয়তার কথা আমি বুঝি। তবুও আমাদের যে প্রস্তুতি নেওয়া প্রয়োজন, তার জন্য আরও কিছুটা সময় দরকার।’

আগামী ১৫টি দিন খুবই গুরুত্বপূর্ণ বলে দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, ‘বহু মানুষের গতিবিধি বাড়বে বলে মনে করা হচ্ছে। সেই কারণে আক্রান্তের সংখ্যাও আরও বাড়তে পারে। কাজেই খুব ধীরে ধীরে সবকিছু চালু করতে হবে। আমরা এখনই লকডাউন তুলব না। আমরা বলতে পারছি না যে, ৩১ মে-র মধ্যে লকডাউন উঠে যাবে। বর্ষার সময় বাড়তি সতর্কতা নিতে হবে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*