৬ শহর থেকে পুরো জুলাই মাসে কলকাতায় কোনও বিমান আসবে না

Spread the love

দেশজুড়ে সংক্রমণের ভয় কমছে না কিছুতেই। গত কয়েকদিনে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বেড়েছে, তা রীতিমত আতঙ্কের। আগেই দেশের একাধিক শহর থেকে বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য। কেন্দ্রও সেই সিদ্ধান্তে অনুমতি দিয়েছিল। এবার সেই সময়সীমা আরও বাড়ানো হল। ৩১ জুলাই পর্যন্ত ওইসব শহর থেকে সব বিমান পরিষেবা বন্ধ থাকবে।

দিল্লি, মুম্বই, চেন্নাই, পুনে, নাগপুর ও আমেদাবাদ। এই কয়েকটি শহর থেকে কোনও বিমান আসবে না। কারণ, এইসব জায়গায় সংক্রমণের পরিমাণ অনেকটাই বেশি। এর আগে ১৯ জুলাই পর্যন্ত এইসব শহর থেকে বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। এবার সেই মেয়াদ আরও বাড়ানো হল।

আগেই এই বিষয়ে আর্জি জানানো হয়েছিল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিষেবা মন্ত্রকের কাছে। রাজ্য সরকারের তরফে চিঠি লেখা হয়েছিল। তারপরই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

রাজ্য সরকারের আবেদন মেনেই এই সিদ্ধান্ত কার্যকর করে কেন্দ্র। তবে সুরাত ও ইন্দোরের সঙ্গেও বিমান যোগাযোগ বন্ধ করার আর্জি জানানো হয়েছিল। কিন্তু, তা ফলপ্রসূ হয়নি।

রাজ্যের দুটি বিমানবন্দরের ক্ষেত্রেই এই পরিষেবা বন্ধ করতে চেয়েছিল রাজ্য। কলকাতা ও বাগডোগরা দুই ক্ষেত্রেই বিমান পরিষেবা বন্ধ রাখতে চেয়ে এই চিঠি দিয়েছিল মমতা সরকার। কিন্তু কেবল কলকাতার ক্ষেত্রেই তা মঞ্জুর করা হয়।

এর আগে কর্ণাটক ও তামিলনাড়ু এর আগে এই পরিষেবায় নিয়ম জারি করেছিল। যেসব জায়গায় সংক্রমণের হার বেশি, সেখান থেকে বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয় ওই দুই রাজ্য প্রশাসনের তরফে।

বাংলায় একদিনে আক্রান্তের সংখ্যার সব রেকর্ড ভেঙে দিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ১,৯০০ জন৷ এটাই রাজ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা৷ প্রতিদিনই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা ৷ শুক্রবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা ১,৮৯৪ জন৷ গতকাল এই সংখ্যাটা ছিল ১,৬৯০ জন।

ফলে এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৮,০১১ জন ৷ বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬ জনের ৷ এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১০৪৯ জন ৷ কিন্তু অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও ১৪ হাজার ছাড়ালো অর্থাৎ এই মূহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা ১৪,৭০৯ জন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*