চোট সেরে গিয়েছে। তবে কলকাতায় ফিরতে পারছেন না বলে প্লাস্টার কাটা হচ্ছে না। বহরমপুরের রবীন্দ্রসদনে ভার্চুয়াল সভায় একথা জানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
গত ১০ মার্চ নন্দীগ্রামে ভোটপ্রচারে গিয়ে বাঁ পায়ে চোট পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিড়ের চাপে গাড়ির দরজা বন্ধ হয়েছিল। আঘাত লাগে মমতার পায়ে। তার দেড় মাস পর মমতা জানালেন, জখম পা সেরে গিয়েছে। হুইল চেয়ারে বসে এ দিন তিনি বলেন,”পায়ে চোট থাকা সত্ত্বেও এক মাস ২০-২২ দিন আমি কিন্তু রাস্তায় ঘুরে ঘুরে বেরিয়েছি। ‘
তিনি আরোও বলেন, “এখন আমার পা-টা ভালো হয়ে গিয়েছে। কিন্তু যেহেতু বাড়িতে যেতে পারছি না, তাই প্লাস্টার কাটতে পারছি না। যেহেতু টানা ১০ দিন বাইরে আছি। ওখানে গিয়ে করতে হবে। আপনাদের মানসিক প্রেরণা আমাকে সাহায্য করেছে।”
Be the first to comment