পিএম কিসান নিধি প্রকল্পে ছাড়পত্র মমতার, চিঠি দিলেন নরেন্দ্র মোদীকে

Spread the love

দীর্ঘ কয়েক বছরের টানাপোড়েনের পর অবশেষে পশ্চিমবঙ্গে পিএম কিসান নিধি প্রকল্প চালু করতে সায় দিলেন মমতা বন্দোপাধ্যায়। রাজ্যের ১৪.৯১ লক্ষ চাষিদের অ্যাকাউন্টে বছরে ৬ হাজার টাকা পাঠানোর যে প্রকল্প কেন্দ্রীয় সরকারের রয়েছে, সেই প্রকল্পকে শেষ পর্যন্ত ছাড়পত্র দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি দিয়ে এই বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিশ্চিত করেছেন।

দুপুরে সাংবাদিক বৈঠক করেও মমতা জানান, কেন্দ্রীয় সরকারের পোর্টালে এখনও পর্যন্ত রাজ্যের ২১.৭৯ লক্ষ চাষি নাম নথিভুক্ত করিয়েছেন। তাদের মধ্যে ১৪.৯১ লক্ষ্য কৃষকের তথ্য যাচাই রাজ্য সরকার করে দিয়েছে। এবং সেই অ্যাকাউন্টগুলিতে কেন্দ্রীয় সরকার টাকা পাঠাতে পারবে। মমতার আবেদন, চাষিদের অ্যাকাউন্টে যেন টাকাগুলো অবিলম্বে পাঠিয়ে দেওয়া হয়। চাষিদের জন্য রাজ্য সরকারের অবদানের কথা মনে করিয়ে দিয়েও তিনি বলেন, আমরা ইতিমধ্যেই কৃষকবন্ধু প্রকল্পে চাষিদের অ্যাকাউন্টে ৬০০০ টাকা পাঠিয়ে দিয়েছি। এ বার সেটা বাড়িয়ে ১০ হাজার টাকা করে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী কিসান নিধি প্রকল্প নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে চাপানউতোর চলেছে কেন্দ্র-রাজ্যে। বিজেপির পক্ষ থেকে বারংবার অভিযোগ তোলা হয়েছে, রাজ্য সরকার কৃষকদের তথ্য যাচাই করে কেন্দ্রকে দিচ্ছে না। সেই কারণেই কেন্দ্রীয় সরকার কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারছে না। যদিও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের আগেই কেন্দ্রের কিসান নিধি প্রকল্প চালু করতে সায় দিয়েছিলেন মমতা। যদিও নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ায় পর সেটার কাজ আর এগোয়নি।

অন্যদিকে, তৃতীয়বার মমতা ক্ষমতায় আসার পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে একটি চিঠি লেখেন কেন্দ্রের কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। পশ্চিমবঙ্গে এই প্রকল্প দ্রুত চালু করতে চেয়ে তথ্য যাচাইয়ের প্রক্রিয়া তরান্বিত করতে বলেন তিনি। সেই চিঠি আসার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই রাজ্যে পিএম কিসান নিধি প্রকল্পে ছাড়পত্র দিলেন মমতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*