ইতিহাসে লেখা হবে ১৬ জানুয়ারির কথা। ঐ দিন অর্থাৎ আগামী শনিবার থেকেই ভারতে করোনার টিকা দেওয়া শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বলেন, ‘১৬ জানুয়ারি ভারত করোনার বিরুদ্ধে যুদ্ধে ঐতিহাসিক পদেক্ষপ করতে চলেছে। এ দিন থেকেই দেশ জুড়ে টিকাকরণ শুরু হবে।’
ভারতের কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জোড়া টিকার অনুমোদন দিয়েছিল ৩ জানুয়ারি। সেই নিরিখে কিছুটা দেরিতেই টিকাকরণ শুরু হতে চলেছে দেশে। শুক্রবার পুনের সেন্ট্রাল হাব থেকে দেশের ৪১টি গন্তব্যে টিকা পৌঁছে যাওয়ার কথা ছিল। যদিও কলকাতা-সহ সিংহভাগ শহরেই টিকা পৌঁছয়নি। এর আগে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ কুমার জানিয়েছিলেন, ১৩ জানুয়ারির মধ্যে টিকা প্রয়োগ শুরু করার যাবতীয় পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু প্রস্তুতিতে কিছুটা খামতি থাকায় আরও তিন দিন দেরিতে টিকা দেওয়া শুরু করছে কেন্দ্র।
Be the first to comment