
রোজদিন ডেস্ক: আগামী ৩ থেকে ৬ এপ্রিল থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সফরকালের দ্বিতীয় দিনে অর্থাৎ ৪ এপ্রিল ব্যাংককে হতে চলা ষষ্ঠ বিমসটেক (বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন) শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন তিনি। বিদেশ মন্ত্রকের এক বিবৃতি অনুসারে, ‘থাইল্যান্ডে আয়োজিত এই শীর্ষ সম্মেলনটি ২০১৮ সালে নেপালের কাঠমান্ডুর পর বিমসটেক নেতাদের প্রথম সরাসরি বৈঠক হতে চলেছে।’
এই বছরের বিমসটেকের প্রতিপাদ্য হলো সমৃদ্ধ, স্থিতিস্থাপক এবং উন্মুক্ত। এই শীর্ষ সম্মেলনের লক্ষ্য আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা করা।
বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “নেতারা প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালীকরণ, সক্ষমতা বৃদ্ধি, নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা প্রদান, সেইসাথে সামুদ্রিক ও ডিজিটাল সংযোগের বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। ভারত বিমসটেক কাঠামোর মধ্যে শক্তি, জলবায়ু নিরাপত্তা এবং দক্ষতা উন্নয়নের মতো ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য সক্রিয়ভাবে কাজ করে আসছে”।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, এনিয়ে মোদীর তৃতীয়বার থাইল্যান্ড সফর হতে চলেছে। থাইল্যান্ড সফরের প্রথম দিন অর্থাৎ ৩ এপ্রিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংটার্ন শিনাওয়াত্রা সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। সেখানে বেশ কিছু দ্বিপাক্ষিক চুক্তিও হতে পারে। সম্মেলনের পরের দিন অর্থাৎ ৫ ও ৬ এপ্রিল শ্রীলঙ্কা সফর করবেন। সেই সফরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলেই জানা যাচ্ছে বিদেশ মন্ত্রক সূত্রে।
Be the first to comment