প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ফিলিপিন্সের আন্তর্জাতিক রাইস রিসার্চ সেন্টারে পরিদর্শন করেন এবং বিশ্বব্যাপী এই প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের থেকে খাদ্যশস্য সংক্রান্ত সমস্যা মোকাবিলার জন্য ভাল বীজ বপন সম্বন্ধে বিস্তারিত খোঁজ খবর নেন। ফিলিপিন্সের এই বিখ্যাত আন্তর্জাতিক রাইস রিসার্চ ইনস্টিটিউটে (IRRI) অনেক ভারতীয় বিজ্ঞানী লস বানোস শহরে কাজ করছেন। এই শহরটি ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার প্রায় ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত। IRRI র একাধিক বিজ্ঞানী বন্যা সহনশীল ধানের জাতগুলি সম্বন্ধে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন যে এই ধান ১৪ থেকে ১৮ দিনের বন্যার জল সহ্য করতে পারে এবং বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকার ১-৩ টন হেক্টর ধান জোগান দিতে পারে।
ভারতে চাষের উচ্চফলন বিকাশের জন্য প্রধানমন্ত্রী বারাণসীতে IRRI র আঞ্চলিক কেন্দ্র স্থাপন করছেন। ১৭ টি দেশে কার্যালয় রয়েছে IRRI র।
প্রধানমন্ত্রী বলেন, “বারাণসী কেন্দ্র কৃষকদের চাষের দক্ষতা বৃদ্ধি, মূল্য সংযোজন, বৈচিত্রতা ও বৃদ্ধির হার কমানোর মাধ্যমে চাল উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি করতে সাহায্য করবে”। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, ভারতে খরা-সহিষ্ণু, বন্যা-সহনশীল ও লবণ-সহনীয় প্রক্রিয়াকরণের জন্য ইন্ডিয়ান কাউন্সিল ফর এগ্রিকালচারাল রিসার্চ সফলভাবে সহযোগিতা করেছে। তিনি বলেন, IRRI এবং তার সহযোগীরা উড়িষ্যার ২০০০০০ মহিলা কৃষকদের সহায়তা প্রদান করেছে যার মধ্যে রয়েছে ক্ষমতায়ন কর্মসূচি এবং উন্নত কৃষি প্রযুক্তি।
বারাণসী অঞ্চলের IRRI কেন্দ্র বিশেষ বিশেষ ধানের বৈচিত্র বিকাশের জন্য সহায়তা করবে।
Be the first to comment