কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের বৈঠকে আজ প্রধানমন্ত্রীর বার্তা, এমন একটা ব্যবস্থা ও আবহ তৈরি করতে হবে, যাতে কোভিডের তৃতীয় ঢেউ ধাক্কা দিতে না পারে।
দ্বিতীয় ঢেউ সামলাতে আগাম প্রস্তুতি নেওয়া হয়নি বলে বলে খোদ মোদীর দিকেই অভিযোগের আঙুল উঠেছিল। তাঁর ব্যক্তিগত ভাবমূর্তিও ধাক্কা খেয়েছে। গত কয়েক সপ্তাহে সরকারের সমস্ত মন্ত্রকের কাজের পর্যালোচনা করেছেন মোদী। মন্ত্রিসভার রদবদলের সম্ভাবনা নিয়েও জল্পনা দানা বেঁধেছে। তার মধ্যেই আজ সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে। পরে বিকেল চারটে থেকে সাড়ে চার ঘণ্টা ধরে ক্যাবিনেট মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়ে মন্ত্রিপরিষদের বৈঠক হয়।
Be the first to comment