২০২০ সালে স্বাস্থ্য প্রতিবন্ধকতার সঙ্গে লড়তে ভারত যেভাবে কাজ করছে, তা বিশ্ব দেখেছে; নরেন্দ্র মোদী

Spread the love

রাজকোট AIIMS শিল্যানাসে আজ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, ‘দেশের চিকিৎসা শিক্ষার বদল আনতে মিশন নিয়ে কাজ চলছে। গুণগত মাত বাড়াতে কাজ করা হবে। প্রতি লোকসভা কেন্দ্রের মধ্যে একটা মেডিক্যাল কলেজ গঠন হোক। তাই গত ৬ বছরে মেডিক্যাল কলেজে আসন সংখ্যা বাড়ানো হয়েছে।’

তিনি আরোও বলেন, ‘২০২০ স্বাস্থ্য প্রতিবন্ধকতার সাল হলে, ২০২১ স্বাস্থ্য সমস্যা সমাধানের বর্ষ।’ এই বছরে বিশ্ব স্বাস্থ্য নিয়ে আরও বেশি সজাগ হয়ে সমাধানের জন্য কাজ করবে। ২০২০ সালে স্বাস্থ্য প্রতিবন্ধকতার সঙ্গে লড়তে ভারত যেভাবে কাজ করছে, তা বিশ্ব দেখেছে। স্বাস্থ্যের ভবিষ্যৎ আর ভবিষ্যতের স্বাস্থ্য, এই দুটো ক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ‘

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*