নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোর প্রকল্পের উদ্বোধনের আগে ফের বাংলায় টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লেখেন, ‘এই প্রকল্পের মাধ্যমে মা কালীর দুটি পবিত্র মন্দির কালীঘাট ও দক্ষিণেশ্বরের মধ্যে যোগাযোগ আরও উন্নত হবে। এই মন্দিরগুলি প্রাণবন্ত ভারতীয় সংস্কৃতির প্রতীক’।
যেদিন নোয়াপাড়া থেকে দক্ষিণশ্বরে পর্যন্ত মেট্রো চালু হবে, তার ঠিক আগের দিন অর্থাৎ আজ দ্বিতীয় দফায় বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার হুগলিতে জনসভার মঞ্চ থেকে ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
সেকথা জানিয়ে এদিন রাতে ছবি-সহ বাংলায় প্রধানমন্ত্রীর টুইট, ‘ হুগলি থেকে মেট্রো রেলের নোয়াপাড়া ও দক্ষিণেশ্বরের মধ্যে সম্প্রসারিত অংশটির উদ্বোধন করা হবে। এই প্রকল্পের মাধ্যমে মা কালীর দুটি পবিত্র মন্দির কালীঘাট ও দক্ষিণেশ্বরের মধ্যে যোগাযোগ আরও উন্নত হবে, তাই এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই মন্দিরগুলি প্রাণবন্ত ভারতীয় সংস্কৃতির প্রতীক’।
Be the first to comment