পিএনবি কাণ্ডে সিবিআইয়ের গ্রেফতার করলো আরও ৫ জনকে। ধৃতদের মধ্যে রয়েছেন মুকেশ ও অনিল অম্বানির খুড়তুতো ভাই বিপুল অম্বানিও। প্রসঙ্গত, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে সাড়ে ১১ হাজার কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে শিল্পপতি নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসির বিরুদ্ধে। দু’জনেই এখন বিদেশে। এদিকে, ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার সিবিআই গ্রেফতার করল নীরব মোদীর সংস্থা ফায়ারস্টার ইন্টারন্যাশনাল ডায়মন্ডস গ্রুপের ফিনান্স বিভাগের প্রেসিডেন্ট বিপুল অম্বানিকে। যিনি আবার মুকেশ এবং অনিল অম্বানির খুড়তুতো ভাই। প্রসঙ্গত, মুকেশ-অনিল অম্বানির কাকা নাটুভাই অম্বানির ছেলে বিপুল অম্বানি।
এছাড়া এদিন গ্রেফতার হয়েছেন নীরব মোদীর সংস্থার সিনিয়র এগজিকিউটিভ অর্জুন পাটিল, এবং এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কবিতা মানকিকরকে। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে নীরব মোদীর মামা মেহুল চোকসির সংস্থা নক্ষত্র ও গীতাঞ্জলি গ্রুপের সিএফও কপিল খান্ডেলওয়াল এবং গীতাঞ্জলি গ্রুপের ম্যানেজার নীতেন শাহিকেও। সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদে করে সিবিআই। একদিন পর তাঁকে গ্রেফতার করা হল।
Be the first to comment