পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ইন্টারনাল চিফ অডিটরকে গ্রেফতার করল সিবিআই। জানা গিয়েছে, ধৃত অডিটরের নাম এম কে শর্মা। বৃহস্পতিবার মুম্বইয়ের এক আদালতে তাঁকে তোলা হয়। সিবিআইয়ের তরফে জানা গিয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মুম্বই শাখার অডিটিং সিস্টেম অ্যান্ড প্র্যাকটিসের দায়িত্ব ছিল এম কে শর্মার উপর। এছাড়াও জোনাল অডিট অফিসে বিভিন্ন ঘাটতির বিষয় নিয়েও রিপোর্ট করার কাজটি করতেন তিনি।
এদিকে ইতিমধ্যেই পিএনবি মামলার তদন্তে তিনি কোনওরকম সাহায্য করবেন না বলে জানিয়েছেন নীরব মোদী ৷ মোদীর এক আধিকারিকের ইমেল আইডি থেকে সিবিআই তাঁকে তদন্তে সহযোগিতা করতে বলে মেল পাঠায়। তার উত্তরেই মোদী জানান, বিদেশে ব্যবসার কাজে ব্যস্ত। ফলে সহযোগিতা করতে পারবেন না। তবে মোদী কোথায় রয়েছেন তা নিয়ে এখনও অন্ধকারে সিবিআই।
সিবিআই মোদীকে আগামী সপ্তাহের মধ্যে বাধ্যতামূলকভাবে তদন্তে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে। মোদী যেখানে আছেন সেখানকার ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করতে বলা হয়েছে। সেইসঙ্গে ভারতে ফেরার জন্য প্রয়োজনীয় সাহায্যের আশ্বাসও মোদীকে দ্বিতীয় মেলটিতে দেওয়া হয়েছে।
Be the first to comment