পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের জালিয়াতির ঘটনায় সংসদে আলোচনার দাবি জানালো কংগ্রেস। সংবিধানের ১৬৮তম ধারা অনুযায়ী এবিষয়ে সংসদের উচ্চকক্ষে নোটিসও দিল তারা। পাশিপাশি গান্ধি মূর্তির পাদদেশে প্রতিবাদ বিক্ষোভে সামিল হতে দেখা যায় তাদের।
যদিও, কংগ্রেস সূত্রে খবর সংসদের উভয়কক্ষেই আলোচনা চায় তারা। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করেছে তারা। প্রসঙ্গত, সংসদে আলোচনা ভঙ্গ করার জন্য একাধিকবার কংগ্রেসকে দায়ি করেছে কেন্দ্রীয় সরকার।
প্রসঙ্গত, ৬ মার্চ পিএনবি সহ একাধিক ইস্যুতে উত্তাল হয়ে উঠেছিল সংসদ। যার জেরে স্থগিত হয়ে যায় বাজেট অধিবেশন।
Be the first to comment