১.৮ বিলিয়ন মার্কিন ডলার জালিয়াতির মামলায় কাউকে রেয়াত করা হবে না। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে একথাই বললেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর সুনীল মেহতা। দোষীদের প্রকাশ্যে আনতে কেন্দ্রীয় সরকার ব্যাঙ্ককে সবরকম সাহায্য করছে বলেও জানান তিনি। তিনি আরও জানান, গত ৩ জানুয়ারি এই জালিয়াতির ঘটনাটি পিএনবি-র নজরে আসে। ব্যাঙ্ক জানতে পারে যে, তাঁদের দু’জন কর্মী এই জালিয়াতির সঙ্গে যুক্ত।
পাশাপাশি সুনীল মেহতা বলেন, এই অবস্থা থেকে বেরিয়ে আসার সব রকম সামর্থ্য ও ক্ষমতা তাদের রয়েছে। একাজে যেসব গ্রুপ যুক্ত রয়েছে তাদের চিহ্নিত করা হয়েছে। সমস্ত রকম নথি, গুরুত্বপূর্ণ কাগজপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে তিনি আশ্বস্ত করেন যে এটি নিছকই একটি স্বতন্ত্র ঘটনা। ব্যাঙ্ক কর্তৃপক্ষ ইতিমধ্যেই সমস্ত অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে।
Be the first to comment