পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে জালিয়াতির ঘটনায় সাসপেন্ড করা হল আরও ৮ জনকে। নিয়মবহির্ভূতভাবে ঋণ দেওয়ার অভিযোগ তাদের সাসপেন্ড করা হয়েছে ৷ এর আগে বুধবার সাসপেন্ড করা হয়েছিল ব্যাঙ্কের দশ আধিকারিককে। এই নিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে সাসপেন্ড হওয়া কর্মীর সংখ্যা বেড়ে দাঁড়ল ১৮। সাসপেন্ড হওয়া কর্মীদের মধ্যে জেনারেল ম্যানেজার পর্যায়ের আধিকারিকও রয়েছেন বলে খবর। এদিকে শুক্রবার সকালে নীরব মোদী, তাঁর স্ত্রী অ্যামি, ভাই নিশাল মোদী ও ব্যবসার অংশীদার মেহুল চোকসির বিরুদ্ধে নোটিস জারি করেছে ইন্টারপোল। এছাড়াও জানা গিয়েছে, নিউইয়র্কের ম্যানহাটনে একটি বিলাসবহুল ভবনে আশ্রয় নিয়েছেন নীরব মোদী। নিজের ম্যাডিসন অ্যাভিনিউ এর জুয়েলারি দোকানের কাছাকাছি জে-ডব্লিউ ম্যারিয়টের এসেক্স হাউসে মোদী রয়েছেন বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, হীরে ব্যবসায়ী নীরব মোদীর বিভিন্ন সংস্থায় শুক্রবার তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মহারাষ্ট্রের কালাঘোটায় হীরের বুটিকেও হানা দেয় ইডি। উল্লেখ্য, জানুয়ারি মাসে ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ পায় সিবিআই। ৩১ জানুয়ারি দিল্লি, সুরাট এবং জয়পুরে নীরব মোদির সংস্থার একাধিক দফতরে হানা দেন তদন্তকারীরা। তবে পিএনবি কেলেঙ্কারির পূর্ণাঙ্গ তদন্ত শুরুর আগেই দেশ ছেড়েছেন নীরব মোদী। খোঁজ নেই তাঁর স্ত্রী অমি, ভাই নিশল আর মামা মেহুল চকসিরও। নীরব মোদির স্ত্রী অমির বাসভবন সিল সিল করে দিয়েছে সিবিআই। ব্যাঙ্ক জালিয়াতির তদন্তে এদিন পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের শীর্ষকর্তাদেরও জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।
গত ২৩ জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বৈঠকে উপস্থিত ছিলেন নীরব মোদি। শিল্পপতিদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবিতে দেখা গিয়েছে ওই ধনকুবেরকে। এনিয়ে মোদি সরকারকে বিঁধতে ছাড়েনি বিরোধীরা। সরকারপক্ষের পালটা যুক্তি, নিজে থেকেই সুইজারল্যান্ডে গিয়েছিলেন নীরব মোদী। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী তিনি ছিলেন না।
Be the first to comment