দেশে ফেল কিন্তু বিলেতে পাশ পদ্মাবতী

Spread the love

নিজস্ব প্রতিবেদনঃ বিতর্ক এবং বিতর্ক। পদ্মাবতী ছবি নিয়ে এর বেশি কিইবা বলা যেতে পারে এখন। সঞ্জয় লীলা বনশালির এই ছবি কবে মুক্তির আলো দেখবে তা নিয়ে যথেষ্ট সন্দিহান পরিচালক নিজেও, সব বিতর্ক সামলে যদিও বা মুক্তি পেতে পারত কিন্তু শেষবেলায় সেন্সর বোর্ড জানিয়ে দেয়, ছবির নির্মাতারা কোনও তথ্যই দেয়নি, ফলে ছবির কোনও সার্টিফিকেট দিয়ে পাশ করানো অসম্ভব। বিতর্ক আরও উসকে দিয়েছে ব্রিটেনের সেন্সর বোর্ড। সেখানে আবার পদ্মাবতী সসম্মানে উত্তীর্ণ। নির্মাতারা অবশ্য জানিয়ে দিয়েছেন আগে দেশে মুক্তি পাবে, তারপর বিদেশে। ফলে জট কাটছে না। তবে সম্ভাবনা প্রবল ইংল্যান্ডের মাটিতে ১ লা ডিসেম্বর মুক্তি পাচ্ছে পদ্মাবতী। এদিকে গুজরাতে পদ্মাবতী নিয়ে নিষেধাজ্ঞা জারি হয়েছে, যোগী সরকারও এই ছবি নিয়ে খুব একটা প্রসন্ন নন। তারমধ্যে আবার শত্রুঘ্ন সিনহা প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন। সঙ্গে বলেছেন অমিতাভই বা চুপ কেন। হলেনই বা তিনি ইতিহাসের এ অনন্য চরিত্র, হলেনই বা তিনি কাল্পনিক। পদ্মাবতীরা সবসময়ই জন্ম দেন বিতর্কের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*