অংশুমান চক্রবর্তী,
কবিতা উৎসব ২০১৯ অনুষ্ঠানের শুভ সূচনা হলো পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির উদ্যোগে। শনিবার ২৩ ফেব্রুয়ারি ২০১৯ বিকেল ৫.৩০ মিনিটে বাংলা ভাষার সব থেকে বড়ো কবিতা উৎসব উদ্বোধন করলেন ডঃ সুগত বসু। উদ্বোধন উপলক্ষে ইতিহাসবিদ ও স্বনামধন্য অধ্যাপক ড. সুগত বসু দুর্দান্ত বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন শিক্ষা ড. পার্থ চট্টোপাধ্যায় ও তথ্য ও সংস্কৃতি বিভাগের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন, আধিকারিক পিয়ালী সেনগুপ্ত। সমগ্র অনুষ্ঠানটির সভাপতিত্ব করলেন কবি সুবোধ সরকার, সভাপতি পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমি।
পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধীন পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির উদ্যোগে আয়োজিত এই কবিতা উৎসব চলবে মঙ্গলবার পর্যন্ত। অংশ নিচ্ছেন বিশিষ্ট কবি ও আবৃত্তি শিল্পীরা। এবছর কবিতা উৎসবে শহরের কবিদের পাশে জেলার বহু কবিকে কবিতা পাঠে আমন্ত্রণ জানানো হয়েছে।
কবিতা উৎসবের বিভিন্ন দিনে অকাদেমি প্রবর্তিত স্মারক আলোচনা, সম্মারক সম্মান, কবিতার গান, কীর্তন, কাব্যনাট্য পাঠ, সম্মেলক, কথাবিন্যাস, কবিতা কনসার্ট, স্ট্রিম কনসার্ট সহ আলোচনাসভা, কবিতাপাঠ এবং প্রাসঙ্গিক বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে যা সকলকেই মুগ্ধ করবে। বলছিলেন পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির চেয়ারম্যান কবি সুবোধ সরকার।
জীবনানন্দ দাশ সম্মান, সুভাষ মুখোপাধ্যায় সম্মান, বিনয় মজুমদার সম্মান, সুনীল গঙ্গোপাধ্যায় সম্মান, কাজী সব্যসাচী সম্মান, নীলাদ্রিশেখর বসু সম্মান, আবুল কাশেম রহিমউদ্দিন সম্মান প্রদান করা হলো এবছর কবিতা উৎসবে। পুরস্কার পেলেন কবি দেবদাস আচার্য, উৎপল কুণ্ডু, অনুরাধা মহাপাত্র, মৃদুল দাশগুপ্ত প্রমুখ।
দেখুন ছবি-
Be the first to comment