জুলি লাহিড়ী,
আনন্দ আর হইচইয়ে দিনের অবসান
আর্তনাদটা কে শুনেছে দেওয়ালে পেতে কান ?
যে দেবতা নিত্যদিন গঙ্গা জলে স্নান করে
সেই মন্দির লাল হল, শিশুর রক্তে গেল ভরে
দেবতা তুমি মুখে বলো না, চোখেও কি তুমি অন্ধ ?
তাইতো কষ্ট পাওনি দেখতে, মুখ রেখেছো বন্ধ
সাত দিন ধরে গুমড়ে মরেছে পেয়েছে চরম কষ্ট
ফুল ফোটার আগেই কুঁড়ি হয়েই গেলো নষ্ট
ফিরছে না মেয়ে ফিরবে না কোলে, মা তার ভাবেনি
ধর্ষণ সয়ে সয়ে মৃত্যু হলো, সদ্য ফোটা দামিনীর ।।
Be the first to comment