জুলি লাহিড়ী,
দু চোখে আজ পলাশ শিমুল জড়িয়ে ধরি বসন্ত কে
ফাগুন রঙে রাঙিয়ে হৃদয় যাই যে ছুয়ে অনন্তকে
সদ্য ফোটা পলাশ মাঠে একলা একলা বেড়ায় ঘুরে
শিমুল শুধু দাঁড়িয়ে দেখে চুপটি করে একটু দূরে
ভাবছে মনে স্নান করাবে পলাশ বোনের আবির কিনে
রাঙিয়ে দেবে মুখে গায়ে বসন্তর ওই ফাগুন দিনে
কোকিল ডাকে কুহু স্বরে ঘুম সে ভাঙায় প্রতি ভোরে
নীল আকাশে মেঘের সঙ্গে সপ্তরং খেলা করে
পলাশ ডালে আগুন লেগে বইবে শুধু মাতাল হাওয়া
ফাগুন হাওয়ায় লাগবে কাঁপন বসন্ত কে ছুঁয়ে যাওয়া।
Be the first to comment