পার্থজ্যোতি,
ভারতমাতা তুমি
অবন ঠাকুরের চোখে বৈষ্ণবিণী
গৈরিক বসনে সর্বত্যাজা
খাদ্য বস্ত্র ধ্যান জ্ঞান সমন্বিত
অঙ্কিত এক রূপ।
তুমি তো শুধু কল্পিত রূপ নও।
বৈষ্ণবিণী তুমি
প্রয়োজনে জ্বলে ওঠো
মহিষাসুররূপি খলের দমনে
যুদ্ধসাজে সজ্জিত হ’য়ে।
তমসাচ্ছন্ন মুহূর্তে তোমার তেজোদীপ্ত
জ্যোতিতে আলোকিত হয়
বিশ্বব্রহ্মাণ্ড ,
দাহ হয় যতো ক্রুরতা ।
তুমি মা আমার
গর্ভধারিণীর পরেই পূজি তোমায় ,
তুমি ভারতমাতা।।
Be the first to comment