অংশুমান চক্রবর্তী –
কেউ কি আমায় ডাকে?
কান নয়, শোনে শুধু মন
হেলায় পাশ কাটাই
নাগরিক যত আয়োজন।
একা একা ছাদে উঠি
চাঁদ আসে হাতের মুঠোয়
ভুলে যাই ছায়াপথ
ভুলে যাই কে যে পাশে শোয়।
বিরহের গান বাঁধি
তারাদের ভেবে নিই শ্রোতা
কে রাখে কপালে হাত?
মুক্তির পেয়েছি বারতা
কেউ কি আমাকে ডাকে?
কে চড়ায় গলার আওয়াজ?
মহাশূন্যে মিশে যাবো
যদি আনো শিকলের সাজ।
Be the first to comment