দোল লগনে আয় রাধিকা আমার কুঞ্জবনে

Spread the love

সাকিব জামাল

সময় বয়ে যায়, আয় রাধিকা আয়- দোল লগনে,
মাতবো দুজন রঙের খেলায়- মনের প্রেম কুঞ্জবনে ।
জোছনা বিলাসে- ভর যৌবনে চন্দ্রবতী ভাসছে গগন গঙ্গায়,
এমন সময় চুপচুপ পায়, আমার কাছে আয়, প্রেমের যমুনায় ।
আয় রাধিকা আয়, সময় বয়ে যায় ।।
প্রেমের লগন বয়ে যায় ।। দোলের লগন বয়ে যায় ।।

সপ্ত রঙে, নানান ঢঙে, আজ মাতাল প্রেমিকের দলে-
গোপন কথা, মনের কথা- যার যার সখীর কাছে বলে ।
তোরে ভীষণ ভালোবাসি, আমি একা বসে আছি- তোরই সাধনায়,
এমন সময় চুপচুপ পায়, আমার কাছে আয়, প্রেমের ভজনায় ।
আয় রাধিকা আয়, সময় বয়ে যায় ।।
প্রেমের লগন বয়ে যায় ।। দোলের লগন বয়ে যায় ।।

আমার কুঞ্জবনে আজ ফুল ফুটেছে, পাখি গাইছে গান,
এমন ক্ষণে পাগল মনে- চায় হোক একলা থাকা অবসান ।
তুই কি সখী একলা রবি, বিরহ দুঃখু সবি- এমন পূর্ণিমায়?
এমন সময় চুপচুপ পায়, আমার কাছে আয়, প্রেমের মোহনায় ।
আয় রাধিকা আয়, সময় বয়ে যায় ।।
প্রেমের লগন বয়ে যায় ।। দোলের লগন বয়ে যায় ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*