জুলি লাহিড়ী,
ছোট্ট দুটো পায়ে দৌড়ে দৌড়ে পৌঁছে যাব
ওই জয়ের সোনার পদক আমি একাই পাব
খোলা পায়ে দারিদ্রর কাঁটা বেঁধা আছে
দগদগে ঘা মনের জোরের সম্বল তার কাছে
গ্রামের কাদা মাঠে যে পা দৌড়োতো বেআব্রু হয়ে
সেই পা জেনেছে স্পাইক জুতো ,দৌড়েছে নির্ভয়ে
বুকে অভাবের আগুন নিয়ে দেশকে দিয়েছো সম্মান
বিদেশী ভাষা না জানায় পেয়েছ হাজার অপমান
তুমি জ্বলন্ত খাঁটি সোনা ,ছিল না তো খাত
তাইতো মাথায় ঝরে পড়েছে অনেক আশীর্বাদ
জাতীয় সংগীত যখন কানে ভেসে আসে
ছোট্ট মেয়েটির দু চোখে আবেগ অশ্রু ভাসে
দেশের গর্ব, হিমা ,তোমায় নতুন ভাবে পেলাম
ভারত মাতার সোনার মেয়ে ,সেলাম তোমাকে সেলাম।।
Be the first to comment