জুলি লাহিড়ী,
সাঁওতালি এক মেয়ে আমি চামেলি আমার নাম
পড়াশুনা অল্প পারি, জানি কষ্টের দাম
ও মূর্তি টো কার বটে, কেবল চেয়ে দেখে
পিছুপিছু আসে মাথাটি নেড়ে যায় ডেকে ।
” কি নাম বটে তুর ? “সাদা পাড়া দাড়ি লম্বা পাড়া চুল
” অমনি করে তাকাস কেনে? কাজে হয়ে যায় ভুল ।”
একটা চিঠি দিল আমায় হাতে খুলে মুঠো
বললো কথা আমার সাথে কেবল একটা দুটো ।
ভালোবাসার কথা বলে পলায়ে গেল বাবু
চোখ দেখে মুগ্ধ আমি হয়ে গেলাম কাবু
তাতে লিখা দুটি কথা নজর নিল কাড়ি
দুমুঠো ভাত খাব দুজন , দেবো পরনের শাড়ি।
দু চোখে ভাসে অশ্রুধারা, রং যে আমার কালো
শুধাই বাবু, ” সত্যি তুই বাসিস আমায় ভালো?”
“ভালোবাসার আবরণে রাখবো তোকে ঢেকে,
কালো বউটু নামে তোকে যাব আমি ডেকে ।
কালো মেয়ের মনের আলোয় করবো আমি স্নান
সাক্ষী হবে ভালোবাসা ভরাবো তাতে প্রাণ ।”
ভালোবাসার পুঁজি নিয়ে ফেলি দুহাত ধরে
কালোর আলো ভরিয়ে দেবো, আমি স্বামীর ঘরে ।।
Be the first to comment