জুলি লাহিড়ী,
পথের ধারেই জন্ম ওদের
পথেই করে খেলা
সমাজ ওদের বাসে না ভালো
করে যে অবহেলা।
ওরা জানে কবিগুরুর
জন্মদিনটা কবে
পঁচিশে বৈশাখ দিনটা
পালন করতে হবে।
ভোরবেলাতে যায় কুড়োতে
পথের ফোটা ফুল
কবির জন্য গাঁথতে মালা
হয় না তাদের ভুল।
পথের ধারে কাব্য গানে
মেতেই ওঠে তাঁরা
দাঁড়িয়ে যায় পথচারী
অবাক সারা পাড়া।
Be the first to comment