অশ্রুরঞ্জন চক্রবর্তী
বিবেকের সাথে এলে যে ভারতে ত্যাগ করে নিজ দেশ
সারাটি জীবন তুমি পরেছিলে সন্ন্যাসিনীর বেশ।
যোগ্য গুরুর যোগ্য শিষ্যা, নাম পেলে নিবেদিতা
ভারতের ব্যথা বেদনা দেখেই হয়েছো তাদের মিতা।
এ দেশের দুখ অজ্ঞতা কত করেছিলে অনুভব
তুমি তো নীরব কর্মের দ্বারা মুছতে চেয়েছ সব।
শিক্ষা দিতেই মাতৃ জাতিকে গড়েছিলে ইসকুল
তাই বালিকার দু’হাত ধরতে তুমি তো করো নি ভুল।
প্লেগ রোগে সেবা তুমি যে করেছ, হাতে যে ধরেছ ঝাঁটা
মুছিয়ে দিয়েছ দ্বিধা ও দ্বন্দ্ব সরাতে পথের কাঁটা।
চেয়েছিলে তুমি মনে আর প্রাণে ভারতের স্বাধীনতা
তাই তো গোপনে বিপ্লবী সাথে বলেছিলে কত কথা।
জন্ম তোমার এই পৃথিবীতে দেড়শো বছর আগে
তোমাকে স্মরণ করতে আজকে কত কথা মনে জাগে।
Be the first to comment