অংশুমান চক্রবর্তী,
নতুন লেখা আমায় পড়ে শোনাতে হবে কাল
তেমন লেখো যেমন লেখেন ঠিক বিহারীলাল।
আমার বড়ো সন্দেহ হয়, খাতা ভরাও যতো
একটি লেখাও হবে না আর ভোরের পাখির মতো।
ঠাট্টা নয়, আচ্ছা তুমি চেষ্টা করো তবে
লিখতে যদি পারো, তোমার নেমন্তন্ন হবে।
তুমি নাকি অসাধারণ– বলেন জ্যোতিদাদা
চান না তিনি রুটিন দিয়ে তোমাকে হোক বাঁধা।
সে প্রশ্রয়ে তুমি ওড়াও আমার খাঁচার পাখি?
দুই বছরের বড়ো আমি, ভুলেই গেছ নাকি?
দেখতে তুমি একেবারে বিচ্ছিরি বিচ্ছিরি
বন্ধ করো কথায় কথায় গুরুমশাইগিরি।
আমাকে ভুল বোঝা তোমার মস্তবড়ো ত্রুটি
জানে এসব? এতকিছু সহ্য করে ছুটি?
ব্যস্ত হয়ে পড়ছো এখন, পাও না অবসর
উদাস তোমার নতুন দাদা, খুব অপমানকর।
ঠাকুরবাড়ির কোলাহলে সবার মাঝে একা
বাঁশি শুনি, আগের মতো হয় না তেমন দেখা।
ভবিষ্যতে হবে তুমি অনেক বড়ো কবি
তখন আমি পটে লিখা, তখন আমি ছবি।
সত্যি বলো আমায় নিয়ে লিখবে তখন গান?
নয়ন মাঝে থাকবো তোমার নতুন বৌঠান।
Be the first to comment