অংশুমান চক্রবর্তী,
কথা কম, দেখা কম
কী হয়েছে তাতে?
মনে মনে কথা হয়
তোমাতে আমাতে।
কবিতা চেয়েছ তুমি
নাও উপহার
রাখব তোমাকে বেঁধে
পাবে না তো ছাড়।
অভিমান জমে মনে
সব আমি বুঝি
দুচোখ বন্ধ করে
তোমাকেই খুঁজি।
রোজ রাতে কাছে পাই
বুকে চেপে ধরি
তুমি বই, একমনে
তোমাকেই পড়ি।
কী পড়েছি বলব না
থাক মনে সেটা
বুঝে নিক সব কথা
স্কুলের মেয়েটা।
Be the first to comment