অশ্রুরঞ্জন চক্রবর্তী
ঠাকুমা খুব বাসতো ভালো, টানতো আমায় কাছে
ঠাকুমায়ের সকল কথা আমার মনে আছে।
স্নান করে প্রত্যেকদিন কাচা কাপড় পরে
রোজ সকালে করতো পুজো বসে ঠাকুর ঘরে।
কতরকম মশলা দিয়ে সাজাতো খিলি পান
একলা বসে গুনগুনিয়ে গাইতো কত গান।
রামায়নের কাহিনী তার কণ্ঠে ছিল ধরা
মুখে মুখে শুনিয়ে যেত কতরকম ছড়া।
ভূত পেত্নির গল্প কত শুনে যে তার মুখে-
মাথা গুঁজে শুয়ে থাকতাম ঠাকুমায়ের বুকে।
সেই ঠাকুমা কোথায় গেল, পাইনা যে তার দেখা
বিছানাতে শুয়ে আছি আমি এখন একা।
ঠাকুমাগো আকাশ থেকে আবার ফিরে এসো
আগের মত আমায় তুমি একটু ভালোবেসো।
Be the first to comment