কালও তাঁর দেহে ছিল
অফুরন্ত প্রাণের স্পন্দন
আর আজ?
মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে
নিভে গেল দিয়া
নিস্তব্ধ হল প্রাণ
পরিণত হল জীবন
এক মর্মান্তিক কফিনে।
শোক এলো সকালে
এক কাপ চায়ের সাথে।
ব্রেকফাস্টও খাওয়া হয়নি
কাজের দায়িত্বে।
সব ছেড়ে চলে গেল গভীরতায়।
কর্তব্য? পাথরের পাহাড়ে নিঃশেষিত।
সাক্ষী থাকল কাঞ্চনজঙ্ঘা
সব দেখল, সহ্য করল
এক সময় থেমে গেল।
কেন এত রক্ত?
কেন এত লোভ
কেন এ সন্ত্রাস? সন্ত্রাসি?
মায়ের আঁচল খালি হয়ে গেল।
নব যৌবন সাথী সব হারাল
কাঞ্চনজঙ্ঘা, তুমি কি কিছু হারালে?
হ্যাঁ! অবিশ্বাস্য মানবিকতা।
Be the first to comment