মাসানুর রহমান-
কলকাতার রাস্তায় এতদিন নজরে পড়ত পুরুষ পুলিশকর্মীদের মোটরবাইকে টহল। কিন্তু এবার শহরের রাজপথে টহল দেবে কলকাতা পুলিশের মোটরবাইক বাহিনী।
জানা যায় লালবাজার ঠিক করেছে, ২৫টি মোটরবাইকে সারা শহরে টহলদারি দেবে মহিলা পুলিশ। মূলত মেয়েদের স্কুল-কলেজ চত্বর এবং যেখানে মহিলাদের বিপদে পড়ার সম্ভাবনা থাকে, এমন সব জায়গায় ওই বাহিনী তাদের কড়া নজর রাখবে। রাতে শহরে যেখানেই সমস্যার সৃষ্টি হবে সেখানেই পৌঁছে যাবে এই বাহিনী।
লালবাজার সূত্রে জানা যায়, প্রশিক্ষণ শেষ করে গত বুধবার ৯৬৯ জন কনস্টেবল পাকাপাকিভাবে কলকাতা পুলিশে কাজে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে ৯১ জন মহিলা। কাজে যোগ দেওয়া ওই ৯১ জন মহিলার মধ্যে অনেকেই মোটরবাইক চালানো জানেন ও রীতিমতো পারদর্শী। তাই তাঁদের মধ্যে থেকে ১৫ জন এবং বাকি যে মহিলা কনস্টেবলরা এখন র্যাফ বা অন্য শাখায় কর্মরত রয়েছেন, তাঁদের থেকে আরও ১০ জনকে নিয়ে ২৫ জনের একটি বাহিনী শুরুতে গঠন করা হবে।
Be the first to comment