
রোজদিন ডেস্ক, কলকাতা:- ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে ধুন্ধুমার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ। আইন প্রত্যাহারের দাবিতে হওয়া মিছিল ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় রঘুনাথগঞ্জের ওমরপুর রোডে। মঙ্গলবার এই ঝামেলার কারণে ১২ নম্বর জাতীয় সড়ক ও লালগোলা রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে কয়েক হাজার মানুষ জমায়েত করে ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকে। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়। আগুন জ্বালানোয় বাধা দেয় পুলিশ। পুলিশ বাধা দিতেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। আন্দোলনকারী জনতা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে শুরু করে। তুমুল ঝামেলার কারণে ছড়িয়ে পড়ে আতঙ্ক, স্থানীয় বাসিন্দারা ছোটাছুটি শুরু করেন। বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি উল্টে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। অভিযোগ, উত্তেজিত জনতার মারমুখী চেহারা দেখে পিছু হঠতে হয়েছে পুলিশকেও। এই ঘটনায় এখনও পর্যন্ত বেশ কিছু পুলিশ কর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে।
Be the first to comment