মঙ্গলবারের নবান্ন অভিযান বেআইনি ঘোষণা পুলিশের

Spread the love

চিরন্তন ব্যানার্জি, কলকাতাঃ, মঙ্গলবারের ছাত্র সমাজের নবান্ন অভিযান বেআইনি জানালেন এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ ভর্মা। এই কর্মসূচির জন্য পুলিশের কাছে কেউ অনুমতি চাননি জানান তিনি।
সোমবার সকালে নবান্ন থেকে এক সাংবাদিক বৈঠক করেন এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ ভর্মা এবং এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার। এদিন এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ ভর্মা বলেন, ‘যেহেতু অনুমতি নেওয়াই হয়নি, তাই এই কর্মসূচি আইনত বৈধ নয়। কারণ নবান্ন সংরক্ষিত জায়গা। এখানে যে কোনও কর্মসূচি করার জন্য অনুমতি নিতে হয়, কেউ অনুমতি নেয়নি। ফলে এটা বেআইনি। তারা অন্য কোথাও জমায়েত করলে আমরা সাহায্য করব। তবে নবান্নে নয়।’
ওই সাংবাদিক বৈঠকে এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার বলেন, পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের নাম করে ডাক দেওয়া হয়েছে এই অভিযানের। কিন্তু ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামে কোনও সংগঠনই নেই। তিনি বলেন, ‘আমরা খোঁজ নিয়ে দেখেছি, এই নামে কোনও সংগঠন নেই। শুরু থেকে বলা হচ্ছে এটা অরাজনৈতিক সংগঠন। কিন্তু এদের ফেসবুক পেজ থেকে কাদের ফলো কর হয়, সেটা আপনারা দেখতে পাচ্ছেন।’ এদিন তিনি আরও বলেন, ‘কিছু লোক গন্ডগোল করে ফায়দা তোলার চেষ্টা করছে। কালকের ভিড়ের মধ্যে কিছু দুষ্কৃতী মিশে গিয়ে ঝামেলা বাঁধানোর চেষ্টা করবে। সাধারণ মানুষের ভাবাবেগকে কাজে লাগিয়ে কেউ কেউ এসব করার চেষ্টা করবে।’
সুপ্রতিম সরকার আরও বলেন, ‘আমরা জানতে পেরেছি, আগামীকাল সংগ্রামী যৌথমঞ্চও নাকি এই ছাত্রসমাজের অভিযানে যুক্ত হয়েছে। আমরা খবর পেয়ে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। তারাও আমাদের কিছু জানায়নি। বিভিন্ন সোর্স থেকে যে ইনপুট আমাদের কাছে আছে তাতে আমাদের মনে হচ্ছে ২৭ তারিখের এই অভিযানের মধ্য দিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হবে।
এদিন তিনি আরও বড়সড় অভিযোগ করে বলেন, ‘যাঁরা কালকের অভিযানের ডাক দিয়েছেন, তাঁদের একজন ছাত্রনেতা রবিবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে একজন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেছেন। বিষয়টি আমরা আদালতের সামনে আনব। আমরা সব তথ্য সংগ্রহ করছি। কী উদ্দেশে এই বৈঠক, তা আমরা জানার চেষ্টা করছি।’ এই অভিযোগের পাশাপাশি তিনি আরও বলেন, ‘আমরা খবর পাচ্ছি, কালকের এই আন্দোলনের সময় কিছু দুষ্কৃতী বিশৃঙ্খলা সৃষ্টি করবেন। যাঁরা কালকের আন্দোলনে উস্কানি দিচ্ছেন, তাঁদের আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। কেউ কোনও প্ররোচনায়, ফাঁদে পা দেবেন না। সবাইকে অনুরোধ করব, এই চক্রান্তে পা দেবেন না।’
এদিন সুপ্রতিম সরকারের কথায়, ‘এটা বেআইনি অনুষ্ঠান। আমরা সাধারণ মানুষকে বলব আপনারা এই প্রোগ্রামকে অ্যাভয়েড করুন। হাওড়া পুলিশের পক্ষ থেকে সংগঠকদের চিঠি দিয়ে বলা হয়েছিল, আপনারা কতজন আসবেন, কত গাড়ি আসবে সব কিছু জানাতে। এটা জানানো আইনের মধ্যে পড়ে। কারণ, নবান্ন ১৬৩ বিএস‌এস বা ১৪৪ ধারার মধ্যে পড়ে। ফলে নবান্ন বা তার সন্নিহিত এলাকায় ৫ জনের বেশি জমায়েত করা বেআইনি।’ পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ উদ্ধৃত করে বলেন, ‘আর জিকর কাণ্ডের প্রেক্ষিতে কোনও শান্তিপূর্ণ আন্দোলনকে পুলিশ বাধা দেবে না, কিন্তু আইনসম্মত বিধিনিষেধ রাজ্য কার্যকর করবে না, এমনটাও নয়।’
অন্যদিকে, মঙ্গলবার নেট পরীক্ষা রয়েছে। সেই বিষয়ে সুপ্রতিম সরকার বলেন, আপনারা জানেন ওইদিন একটা পরীক্ষা রয়েছে। ছাত্রছাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য আমরা ব্যবস্থা করব। সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয় তার জন্যেও আমরা ব্যবস্থা নিচ্ছি। পর্যাপ্ত পুলিশ রাস্তায় থাকবে। বিশেষ বাস থাকবে হাওড়া ও শিয়ালদহ স্টেশনে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*