আজ পুজোর মহাঅষ্টমী। চতুর্থী থেকেই কলকাতার পুজোয় দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে। সেই দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশ করতে দারুণভাবে সাহায্য করছে পুলিশ। ট্রেন, মেট্রো রেল, বাস, মিনিবাস, বাড়ির গাড়ি অথবা পায়ে হেঁটে এক মণ্ডপ থেকে আর এক মণ্ডপে যাচ্ছেন, তাঁদের নির্বিঘ্নে পৌঁছে দিচ্ছে পুলিশ। চার রাস্তার মোড়ে দড়ি দিয়ে ব্যারিকেড তৈরি করে যানবাহন সচল রাখছেন, দুপুর থেকে ভোর পর্যন্ত কী অক্লান্ত পরিশ্রমই না করছেন এঁরা। সবার ছুটি, কিন্তু এঁদের ছুটি নেই। এঁদের পরিবারকে ঠাকুর দেখাতে কে নিয়ে যায় কে জানে! নিছক চাকরির জন্য নয়, আক্ষরিক অর্থেই দায়িত্ববোধের পরিচয় দিচ্ছে এই পুলিশ বাহিনী। কলকাতায় এখন ৬৯টি থানা, শুধু কলকাতা কেন, জেলার পুলিশরা ছুটি না নিয়েও দিনরাত পরিশ্রম করছেন। এঁদের জানাই সালাম। সকলকে অনুরোধ করব, পুজোর পরেও এঁদের সেবার কথা আমরা যেন ভুলে না যাই। সকলকে মহাঅষ্টমীর শুভেচ্ছা।
দেবাশিস ভট্টাচার্য
সম্পাদক
২৮.০৯.২০১৭
Be the first to comment