‘পুলিশের বাড়িতে বিয়ে হয় তখন কি সমন ধরিয়ে নিমন্ত্রণ জানায়?’ লালবাজার থেকে বেরিয়ে বললেন চিকিৎসক কুণাল সরকার

Spread the love

চিরন্তন ব্যানার্জি:-

লালবাজার থেকে বেরিয়ে চিকিৎসক কুণাল সরকার বলেন, পুলিশ কমিশনারের ঘরে বসে গল্পের ছলে আলোচনা চললো। এরপরই তিনি বলেন, তবে একটা কথা না বলে পারছি না, পুলিশের বাড়িতে যখন কারও বিয়ে হয় তখন কি সমন ধরিয়ে নিমন্ত্রণ জানায়?”
আরজি কর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচার এবং গুজব ছড়ানোর কারণে তলব করেছিল লালাবাজার। সোমবার কলকাতা পুলিশের সদর দফতরে গিয়েছিলেন দুই চিকিৎসক ডাক্তার কুণাল সরকার এবং ডাক্তার সূবর্ণ গোস্বামী। এক ঘণ্টার মধ্যে লালবাজার থেকে বেরিয়ে এলেন তাঁরা।
প্রসঙ্গত, রবিবার বিখ্যাত দুই চিকিৎসকে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ও গুজব ছড়ানোর জন্য লালবাজার থেকে তলব করা হয়। এরপরই সোমবার চিকিৎসকদের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস অ্যাসোসিয়েশনের সীদ্ধান্তে লালবাজার পর্যন্ত মিছিল করে দুই চিকিৎসকে নিয়ে লালবাজার যাবেন বলে ঘোষণা করেন। ঘোষিত পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুপুরে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে মিছিল বেরোয়, যদিও সেই মিছিল পুলিশ আটকে দেয় বউবাজারে, এরপর কলকাতা পুলিশের আধিকারিকরা ওই দুই চিকিৎসক এবং তাঁদের আইনজীবীদের সঙ্গে নিয়ে লালবাজারে প্রবেশ করেন। প্রায় ১ঘন্টা থাকার পর বেরিয়ে আসেন দুই চিকিৎসক। তারপর তাঁরা আবার মিছিল করে ফেরেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে, সেখানে এসে চিকিৎসক কুণাল সরকার বলেন, “সোশ্যাল মিডিয়ায় আমার যারা ফলোয়ার তাঁরা আমার কথা পড়তে ভালবাসেন। আমি পুলিশকে বলেছি সারা রাজ্যের এত সংখ্যক মানুষ, সবার কানে তুলো গোঁজার অপারেশন কীভাবে করে আমার জানা নেই।” তবে এদিন পুলিশ তাঁদের সঙ্গে খুবই ভাল ব্যবহার করেছে বলে জানান তিনি।
উল্লেখ্য, দুই চিকিৎসকের কাছে এ বিষয়ে বার্তা দেওয়া হয়। কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামী চিকিৎসক হিসেবে প্রশাসনের বার্তা আন্দোলনকারীদের কাছে পৌঁছে দিক। তাদেরকে পরিষেবা দিতে অনুরোধ করুক। দুজনে একথা বলা হয় বলে খবর। পুলিশ এভাবে তাদের সমন পাঠাতে পারে না। এই ঘটনায় রাজ্যসহ গোটা দেশের চিকিৎসক মহল ক্ষোভ প্রকাশ করেছে। আগামী দিনে কোনও চিকিৎসকের সঙ্গে এমন ঘটনা যেন না ঘটে। তাঁরা প্রয়োজনে প্রশাসনের পাশে আছেন। এই কথাও লালবাজারের কর্তাদের কাছে বলা হয়েছে। লালবাজার থেকে বেরিয়ে এই কথাই বললেন কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*