আদালতের নির্দেশের পরই ব্রাত্য বসু ও ওমপ্রকাশ মিশ্রর বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

Spread the love

রোজদিন ডেক্স: যাদবপুর-কাণ্ডে কলকাতা হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরেই সক্রিয় কলকাতা পুলিশ। জানা গিয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে এবার এফআইআর গ্রহণ করল কলকাতা পুলিশ। যাদবপুর কাণ্ডে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রর বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। সূত্রের খবর, তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা, মহিলাকে মারধর, শ্লীলতাহানি, হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের মাঝে সম্প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ‘গাড়ির ধাক্কা’য় আহত হয়েছিলেন ওই বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়। অভিযোগ ওঠে, বিক্ষোভের মাঝেই শিক্ষামন্ত্রীর গাড়ি চলে যাওয়ায় তার ধাক্কায় ইন্দ্রানুজ আহত হন। প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের তরফে ইমেল মারফত একটি অভিযোগ দায়ের করা হয় থানায়। যদিও পুলিশের বিরুদ্ধে মামলা রুজু না করার অভিযোগ ওঠে। বিষয়টি কলকাতা হাইকোর্টের সামনে আনা হলে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, পুলিশকে ইন্দ্রানুজ রায়ের অভিযোগ এফআইআর হিসেবে নিতে হবে। উচ্চ আদালতের নির্দেশের পরই পদক্ষেপ করে যাদবপুর থানা। ব্রাত্য বসু, ওমপ্রকাশ মিশ্রর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*