
রোজদিন ডেস্ক, কলকাতা:- ডিআই অফিস ঘেরাওকে কেন্দ্র করে রণক্ষেত্র কসবা। গেট টপকে ভেতরে প্রবেশ করে তালা ভাঙার চেষ্টা চাকরিহারাদের। পুলিশের সঙ্গে তুমুল হাতাহাতি। তালা ভেঙেই ডিআই অফিসে ঢুকলেন আন্দোলনকারীরা। পালটা লাঠিচার্জ পুলিশের। এই ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন।
এদিন বিক্ষোভ চলাকালীন এক চাকরিহারা শিক্ষিকা জ্ঞান হারান। দু’জন চাকরিহারার পায়ে গুরুতর চোট লেগেছে। তাঁদের পা ভেঙে গিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় চার-পাঁচজন শিক্ষককে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ। তাঁদের মুক্তির দাবিতে কসবা ডিআই অফিসের বাইরে অবস্থান-বিক্ষোভে বসেছেন বাকি চাকরিহারারা। তাঁদের দাবি, সহযোদ্ধাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা জানাতে হবে এবং তাঁদের দ্রুত মুক্তি দিতে হবে। দাবি না-মানা পর্যন্ত তাঁরা বিক্ষোভ তুলবেন না-বলে হুঁশিয়ারি দিয়েছেন।
বুধবার জেলায় জেলায় ডিআই অফিস অভিযান রয়েছে চাকরিহারাদের। সেইমতো এদিন কসবায়ও অভিযান ছিল। চাকরিহারাদের একাংশ জড়ো হন কসবার ডিআই অফিসের সামনে। তবে তাঁদের ভেতরে প্রবেশ করতে না দেওয়ার জন্য কড়া ব্যবস্থা নিয়েছিল পুলিশ। ডিআই অফিসের গেটে তালাও ঝুলিয়ে দেওয়া হয়। সেই তালা ভেঙে ডিআই অফিসের ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করেন চাকরিহারারা। সেইসময় পুলিশের লাঠিচার্জের মুখে পড়েন তাঁরা।
চাকরিহারাদের সাফ বক্তব্য, তাঁরা কোনও রাজনৈতিক দলের সদস্য নন। কোনও রাজনৈতিক কর্মসূচিও ছিল না এটা। তাহলে কেন পুলিশ এমন আচরণ করবে? তাহলে চাকরি চাইতে যাওয়াটা কি তাঁদের অপরাধ হয়ে গেল? এই ঘটনায় একাধিক চাকরিহারা অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। দাবি কয়েকজনের হাত-পাও ভেঙেছে।
চাকরিহারাদের বক্তব্য ছিল, স্কুল পরিদর্শকের হাতে স্মারকলিপি তুলে দেবেন তাঁরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে চাকরিহারারা এদিন পথে নেমেছেন। জেলায় জেলায় ডিআই অফিস অভিযানের ডাক দিয়েছেন তাঁরা।
Be the first to comment