বুলন্দশহরে পুলিশ হত্যাকাণ্ডে অভিযুক্ত এক যুবকের মায়ের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল এক দল পুলিশের বিরুদ্ধে। তাঁর ছেলের বউকে মারধর করা হয়েছে বলেও দাবি করেছেন ওই অভিযোগকারিণী মা। তাঁর আরও অভিযোগ, কোনও মহিলা পুলিশ ছাড়াই তাঁৎ বাড়িতে চড়াও হয়েছিল ওই পুলিশের দল।
“আমি ওই সময়ে ঘরে ছিলাম না, খবর পেয়ে ছুটে আসি। প্রায় ৭০ জন পুলিশ চড়াও হয়েছিল বাড়িতে। কোনও মহিলা পুলিশ ছিল না। ওরা ভাঙচুর করে ঘরবাড়ি। আমার বৌমাকেও মারধর করে।”– এমনই অভিযোগ করেন পুলিশ খুনে অভিযুক্ত এক যুবক জিতেন্দ্রর মা রতন।
সোমবার সকালে বুলন্দশহরের কাছে একটি গ্রামের মানুষ দেখেন, কাছেই ২৫টি গরুর দেহ পড়ে আছে। গোহত্যার বিরুদ্ধে গ্রামের মানুষ ক্ষেপে ওঠেন। শুরু হয় বিক্ষোভ। কিছুক্ষণের মধ্যেই সেখানে যোগ দেয় বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের লোকজন। পুলিশ পথ অবরোধ তুলতে গেলে জনতা তাদের তাড়া করে। খুন হন ইনস্পেক্টর সুবোধ কুমার সিং। ঘটনাচক্রে, তিনি আখলাখ-খুনের তদন্তকারী অফিসার ছিলেন।
ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। মামলা রুজু হয়েছে ৫০-৬০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে। উত্তরপ্রদেশের এডিজি আনন্দ কুমার বলেন, “ভিডিও ফুটেজ দেখে চার জন অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। বিশেষ তদন্তকারী দলও গঠন হয়েছে বাকিদের ধরতে।” পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত যোগেশ রাজ এখনও অধরা।
Be the first to comment