
রোজদিন ডেস্ক, কলকাতা:- ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদের জেরে বিক্ষোভের পরিস্থিতি মুর্শিদাবাদ জেলার। এর মধ্যেই ওই জেলার ধুলিয়ানে যেতে চান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অভিযোগ করেছেন যে, তিনি ধুলিয়ানে যেতে চাইলেও রাজ্য পুলিশ নাকি তাকে অনুমতি দিচ্ছে না। আর এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।
শুভেন্দুর আইনজীবীর বক্তব্য, এই সময়ের মধ্যে অন্য দলের নেতানেত্রীরা সেখানে গিয়েছেন। শুভেন্দু যেতে চেয়ে পুলিশের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। আজ বুধবার দুপুরেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই আবেদনের শুনানি।
ওয়াকফ আইনের বিরোধিতাকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদের সুতি, সামসেরগঞ্জ, ধুলিয়ান। পরিস্থিতি সামাল দিতে রাজ্য পুলিশের সঙ্গে রুটমার্চ করে বিএসএফ। কলকাতা হাইকোর্টের নির্দেশে আধাসেনা সেখানে রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি। তবে শুভেন্দু অধিকারী আদেও যাওয়ার অনুমতি পান কিনা তারই অপেক্ষায় রয়েছেন।
Be the first to comment