পাহাড়ে গুরুংপন্থীদের গুলিতে নিহত পুলিশ অফিসার, আহত ২

Spread the love

দার্জিলিং-এ বিমল গুরুংপন্থীরা অশান্তি ও হিংসার মাধ্যমে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। গুরুংকে ধরার সবরকম চেষ্টা করছে রাজ্য পুলিশ। গোপনসূত্রে খবর পেয়ে গুরুংকে ধরতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে নিহত হলেন পুলিশ অফিসার অমিতাভ মালিক। পুলিশের দাবি গুরুংপন্থীদের ছোড়া গুলিতেই মৃত্যু হয়েছে অমিতাভর। আহত হয়েছেন আরও দুই পুলিশকর্মী। আজ দুপুরে নবান্নে এক সাংবাদিক বৈঠক করে এডিজি আইন-শৃঙ্খলা অনুজ শর্মা বলেন, অমিতাভ মালিক আমাদের রাজ্য পুলিশের গর্ব। কয়েক দিন আগে সিকিম থেকে দার্জিলিং-এ ফিরেছেন বিমল গুরুং। এবার তার আবার সিকিম-এ পালানোর পরিকল্পনা করছেন। নর্থ-ইস্ট-এর মাওবাদী জঙ্গি সংগঠনগুলির সঙ্গে যোগাযোগ স্থাপন করছে বিমল গুরুং। ওই সংগঠনগুলি থেকে অস্ত্র কিনে হিংসা ছড়াতে চাইছে। বিমল গুরুং পাহাড়ে নতুন করে অশান্তি করতে চাইছে। আমরা তা কোনওভাবে সফল করতে দেব না। এর জন্য কড়া ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ৬টি একে ৪৭, ১টি ৯ এমএম পিস্তল, ৫০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*