ফের দুষ্কৃতীদের ধরতে গিয়ে পুলিস-গ্রামবাসী সংঘর্ষ। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ। পালটা পুলিসের ছোড়া রাবার বুলেটে আহত দুই গ্রামবাসী। যদিও এখনও ফেরার দুই বাংলাদেশী পাচারকারী। গ্রামবাসীদের হাতে গুলির খোল। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ। সোমবার সকালে এই ঘটনারই সাক্ষী থাকল গোলায়পোখর ডাঙ্গীবস্তি এলাকা।
ঘটনার সূত্রপাত রবিবার রাতে। দুই বাংলাদেশী পাচারকারী এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে বলে খবর পায় গোয়ালপুখুর থানার পুলিস। অভিযোগ, এরপরেই গ্রামবাসীরা পুলিসকে বাধা দেয়। শুরু হয় দুপক্ষের সংঘর্ষ। পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় বলেও অভিযোগ। জনতাকে ছত্রভঙ্গ করতে রাবার বুলেট চালায় পুলিস। আহত হন দুই গ্রামবাসী। প্রতিবাদে পুলিসের গাড়ি ভাঙচুর করা হয়। সোমবার সকালে ঘটনার প্রতিবাদে সামিল হন গ্রামবাসীরা। অবরোধ করা হয় গোয়ালপোখরের বেঙ্গল-টু-বেঙ্গল রাজ্য সড়ক। স্তব্ধ হয়ে যায় যান চালাচল। পরে পুলিস গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনে। পুলিসের উপর হামলার অভিযোগ গ্রেফতার করা হয়েছে দুজনকে।
চলতি মাসের ২ তারিখেও, চোপড়ায় দুষ্কৃতীদের ধরতে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিসকে। সেখানেও পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি ও বোমাবাজির অভিযোগ ওঠে। ঘটনার আটদিনের মাথায় ফের দুষ্কৃতীদের ধরতে গিয়ে গ্রামবাসীদের রোষের মুখে পড়তে হল পুলিসকে। প্রশ্ন উঠছে, কেন আইনের রক্ষককে বারবার রোষের মুখে পড়তে হচ্ছে? তাহলে, কি প্রশাসনের উপর থেকে ভরসা হারাচ্ছে আমজনতা?
Be the first to comment