হাথরাস গণধর্ষণ ও নির্যাতিতার মৃত্যুর ঘটনার পর সারাদেশে যেভাবে ক্ষোভের আগুন জ্বলছে তা সামাল দিতে জেলা পুলিশ ও প্রশাসনিক কর্তাদের সাসপেন্ডের খেলায় নামলো যোগী আদিত্যনাথ এর সরকার। জেলার দুই কর্তার সঙ্গেই সাসপেন্ড করা হয় সাত পুলিশকে। হথরাসের পুলিশ সুপার ও এক ডিএসপি এবং জেলাশাসককে শুক্রবার সন্ধ্যায় সাসপেন্ডের নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। মঙ্গলবার ভোরে ওই নির্যাতিতা দিল্লির হাসপাতালে মৃত্যুর প্রায় ৭২ ঘন্টা পরে কেন এই সাসপেনশন, তা নিয়ে অবশ্য মুখে কুলুপ সরকারের।
উত্তরপ্রদেশের নাগরিকদের একটা অংশ মনে করছে, ক্ষোভের আগুন যেভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, তাতে কোনরকম মলম লাগানোর জন্যই এই সাসপেন্ডের নাটক। এ প্রসঙ্গেই তারা বলছেন, যদি ধরেও নেওয়া যায় বৃহস্পতিবার নির্যাতিতার পরিবারকে যে ভাষায় জেলাশাসক হুঁশিয়ারি দিয়েছিলেন এবং তা মোবাইল ক্যামেরায় মাধ্যমে ভাইরাল হয়েছিল, তার জেরেই এই সাসপেনশন।
Be the first to comment