জঙ্গিদের গ্রেনেড হামলায় রবিবার সকালে মৃত্যু হলো এক পুলিশ কর্মীর

Spread the love

ফের উত্তপ্ত দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান। জঙ্গিদের গ্রেনেড হামলায় রবিবার সকালের মৃত্যু হয়েছে এক পুলিশ কর্মীর।

জানা গিয়েছে, সোপিয়ানের একটি থানায় গ্রেনেড হামলা চালায় দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় ওই পুলিশকর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলার পর পাশের জঙ্গলে পালিয়ে গিয়েছে জঙ্গিরা। পলাতক জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

এই ঘটনার মাত্র একদিন আগেই প্রকাশ্যে এসেছিল এক চাঞ্চল্যকর তথ্য। শ্রীনগরের জওহর নগর এলাকায় বিধায়ক আইজাজ মিরের বাড়ি পাহারার জন্য মোতায়েন করা হয়েছিল আদিল বশির শেখ নামে এক স্পেশ্যাল পুলিশ অফিসারকে। সে তার সহকর্মীদের সাতটি এ কে ৪৭ রাইফেল ও একটি পিস্তল চুরি করে তুলে দিয়েছে জঙ্গিদের হাতে। তারপর নিজেও গা ঢাকা দিয়েছে।
আদিল বশিরের সঙ্গে জঙ্গি সংগঠনের সংযোগের কথা সামনে আসার কয়েক ঘণ্টার মধ্যেই সোপিয়ানের থানায় হামলা চালাল জঙ্গিরা। এই দুই ঘটনার মধ্যে কোনও যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে, সমীক্ষা বলছে, দক্ষিণ কাশ্মীর সন্ত্রাসবাদীদের সবচেয়ে শক্ত ঘাঁটি। হিজবুল মুজাহিদিন, লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ—-এই সব জঙ্গি গোষ্ঠীর রমরমা রয়েছে কাশ্মীরের দক্ষিণাংশে। এলাকা দাপিয়ে বেড়ায় কুখ্যাত সন্ত্রাসবাদী জাকির মুসা এবং তার অনুগামীরা। পুলিশের অনুমান, নিজেদের ভিত আরও শক্ত করতেই এলাকা থেকে পুলিশবাহিনীকে নিষ্ক্রিয় করতে উঠেপড়ে লেগেছে জঙ্গিরা। নিরাপত্তারক্ষীরাই এখন ভুগছেন নিরাপত্তাহীনতায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*