দিল্লিতে চলছে ভোটগ্রহণ, ৮ তারিখ ফল ঘোষণা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- দিল্লিতে শুরু বিধানসভা নির্বাচন। বুধবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। ৭০ আসনের দিল্লি বিধানসভায় ভাগ্য পরীক্ষা হতে চলেছে ৬৯৯ জন প্রার্থীর।

বুধবার সকাল সকাল বুথে গিয়ে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এছাড়া ভোট দেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১৩ হাজার ৩৩টি বুথে ভোটগ্রহণ হচ্ছে।
গত বিধানসভা নির্বাচনে ৭০ আসনের মধ্যে ৬২টি আসনে জয়ী হয়েছিল আপ। মাত্র ৮টি আসনে জয়ী হয় বিজেপি। কংগ্রেস খাতা খুলতে পারেনি। তবে এবারের ভোটে আশাবাদী হাত শিবির। অন্যদিকে, আপ এবং বিজেপি কেউই কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ।
দিল্লিতে গণতন্ত্রের উৎসবে সেখানকার ভোটারদের শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন ভোটারদের উদ্দেশে তাঁর বার্তা, ‘যাঁরা প্রথমবার ভোট দিতে যাচ্ছেন, সেই তরুণ প্রজন্মকে আমার বিশেষ শুভেচ্ছা।’ দিল্লি বিধানসভায় লড়াই মূলত সীমাবদ্ধ বিজেপি, আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে। ৮ তারিখ ভোটের ফল ঘোষণা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*