অতিমারির কথা মাথায় রেখে বাড়ছে পোলিং স্টেশনের সংখ্যা; একগাদা নির্দেশ নির্বাচন কমিশনের

Spread the love

অতিমারির কথা মাথায় রেখে বাড়ছে পোলিং স্টেশনের সংখ্যা। গতবারের তুলনার ১৬ শতাংশ পোলিং স্টেশন বেড়েছে। ১৫০০ বদলে পোলিং স্টেশন প্রতি ১২৫০ জন করে ভোটার থাকবে।
স্বচ্ছতা বজায় রাখতে ১ লক্ষ পোলিং স্টেশনে ওয়েব-কাস্টিং হবে। প্রতিটি EVM-এর সঙ্গে থাকবে ভিভিপ্যাড। ৫ রাজ্যে ১৬২০টি মহিলা পরিচালিত পোলিং স্টেশন থাকবে।

রাজনৈতিক দলগুলোকে ডিজিটাল প্রচারে জোর দেওয়ার পরামর্শ। ১৫ জানুয়ারি পর্যন্ত সমস্ত রোড শো, পদযাত্রা, সাইকেল ব়্যালি, জনসভা করা যাবেনা।

ভোটের সঙ্গে যুক্ত প্রতি ব্যক্তিকে টিকার দুটো ডোজ নিতেই হবে। যাঁরা বুস্টার ডোজ নেওয়া মতো হবেন তাঁদের সেটা প্রয়োজন বুঝে দেওয়া হবে। অতিমারির কারণে ৫ রাজ্যেই ১ ঘণ্টা করে বাড়ছে ভোটের সময়।

সুবিধা অ্যাপ’-এর দ্বার সমস্ত রাজনৈতিক দল অভিযোগ জানাতে পারবে। ‘পিডব্লুডি অ্যাপ’-এর দ্বারা সুবিধা পাবেন বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা। আদর্শ আচরণবিধি ভঙ্গ হলে C-Vigil অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানো যাবে: নির্বাচন কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*