পুলকার দুর্ঘটনা; আজ হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারে দিব্যাংশ

Spread the love

সব ঠিকঠাক থাকলে বৃহস্পতিবারই SSKM হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারে দিব্যাংশ ভকত। পোলবায় পুলকার দুর্ঘটনায় বছর ছয়ের এই শিশু আহত হয়েছিল। ১৪ ফেব্রুয়ারি থেকে SSKM হাসপাতালে তার চিকিৎসা চলছে। এদিকে একমাত্র ছেলে বাড়ি ফিরবে, তার অপেক্ষায় রয়েছেন দিব‌্যাংশ ভকতের পরিবার।

১৪ ফেব্রুয়ারি হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনায় যারা আহত হয়েছিল, তাদের মধ্যে দিব্যাংশ ভকত এবং ঋষভ সিংয়ের আঘাত ছিল গুরুতর। এই দুই শিশুকে ওইদিন ইমামবাড়া হাসপাতাল থেকে গ্রিন করিডর করে আনা হয়েছিল SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে। এদের ফুসফুসে জল-কাদা ঢুকে গিয়েছিলো। ১৪ ফেব্রুয়ারি ঋষভ সিংয়ের প্রাণ সংশয় দেখা দেয়৷ যার জেরে, সেদিনই রাতে তাকে ট্রমা কেয়ার সেন্টার থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সায়েন্সেস (CTVS) বিভাগে। সেখানে তাকে ECMO (এক্সট্রাকরপোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন)-র সাপোর্টে রাখা হয়েছিল। তবে, শেষরক্ষা হয়নি। দীর্ঘ লড়াই শেষে ২১ ফেব্রুয়ারি, শুক্রবার ভোর পাঁচটা নাগাদ তার মৃত্যু হয়।

অন্যদিকে, দিব্যাংশ ভকতের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। তবে, তার সংকট কাটেনি বলে জানিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ কারণ, যে কোনও সময় তার ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কায় ছিল। তবে বুধবার এই শিশুর বাবা গোপীনাথ ভকত বলেন, দিব্যাংশ এখন অনেক ভালো আছে। আজ, বৃহস্পতিবার অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হচ্ছে। আজই হয়ত ওকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে।

দিব্যাংশকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার বিষয়ে বুধবার রাতে SSKM হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) রঘুনাথ মিশ্র বলেন, ওই শিশু এখন ভালো আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*