
রোজদিন ডেস্ক, কলকাতা:- প্রয়াত হলেন পোপ ফ্রান্সিস। সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ তাঁর মৃত্যু হয় বলে ভ্যাটিকানের একটি ভিডিও বার্তায় জানানো হয়। দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন রোমান ক্যাথলিক গির্জার প্রধান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
বার্ধক্যজনিত দীর্ঘ অসুস্থতার পর ২১ এপ্রিল ইস্টার সোমবারে ৮৮ বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় বাসভবনে মৃত্যু হয়েছে পোপ ফ্রান্সিসের৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Pope Francis died on Easter Monday, April 21, 2025, at the age of 88 at his residence in the Vatican’s Casa Santa Marta. pic.twitter.com/jUIkbplVi2
— Vatican News (@VaticanNews) April 21, 2025
ভ্যাটিকান ক্যামেরলেঙ্গো কার্ডিনাল কেভিন ফারেল পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবর ঘোষণা করেছে৷ ক্যামেরলেঙ্গো কার্ডিনাল হল ভ্যাটিকানের একটি প্রশাসনিক পদ যা প্রশাসনিক কাজের তত্ত্বাবধানের দায়িত্বে নিযুক্ত।
নিউমোনিয়া ও ফুসফুসে সংক্রমণে বিগত বেশ কয়েকমাস ধরেই ভুগছিলেন পোপ। ফেব্রুয়ারি থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় এবং তাঁকে রোমের জেমেলি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়৷ তবে মাস খানেকের চিকিৎসায় সাড়া দেন তিনি এবং ধীরে ধীরে অনেকটাই সেরে ওঠেন। কিন্তু, রবিবার, পোপ সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দা থেকে ভ্যাটিকান স্কোয়ারে জড়ো হওয়া হাজার হাজার মানুষের উদ্দেশ্যে তাঁর ইস্টার বার্তা দেন। প্রায় পাঁচ সপ্তাহ ধরে ভাইরাল সংক্রমণের চিকিৎসার পর রোমান ক্যাথলিক চার্চের ৮৮ বছর বয়সী ‘বিশপ অফ রোম’কে সম্প্রতি রোমের জেমেলি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু, চিকিৎসকরা পোপকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।
পোপ ফ্রান্সিস গত সপ্তাহে অসুস্থতার কারণে সেন্ট পিটার্স স্কয়ারে ক্যাথলিক চার্চের জয়ন্তী বর্ষ উদযাপনের জন্য ঐতিহ্যবাহী রবিবারের প্রার্থনায় উপস্থিত থাকতে পারেননি। তাঁর শারীরিক অবস্থার কারণে, পোপের পূর্ব নির্ধারিত অনেক অনুষ্ঠানও বাতিল করা হয়।
Deeply pained by the passing of His Holiness Pope Francis. In this hour of grief and remembrance, my heartfelt condolences to the global Catholic community. Pope Francis will always be remembered as a beacon of compassion, humility and spiritual courage by millions across the… pic.twitter.com/QKod5yTXrB
— Narendra Modi (@narendramodi) April 21, 2025
এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে তাঁর শোকবার্তায় লেখেন, “পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। শোক ও স্মরণের এই মুহূর্তে, বিশ্ব ক্যাথলিক সম্প্রদায়ের প্রতি আমার আন্তরিক সমবেদনা। পোপ ফ্রান্সিসকে সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের কাছে সর্বদা করুণা, নম্রতা এবং আধ্যাত্মিক সাহসের আলোকবর্তিকা হিসেবে স্মরণ করা হবে। ছোটবেলা থেকেই তিনি প্রভু খ্রিস্টের আদর্শ বাস্তবায়নে নিজেকে নিবেদিতপ্রাণ করেছিলেন। তিনি দরিদ্র ও নিপীড়িতদের সেবা করেছিলেন। যারা কষ্ট পাচ্ছিলেন, তাদের জন্য তিনি আশার আলো জাগিয়ে তুলেছিলেন।
তাঁর সঙ্গে আমার সাক্ষাতের কথা আমার খুব ভালোভাবে মনে রয়েছে এবং সর্বাত্মক উন্নয়নের প্রতি তাঁর অঙ্গীকারে আমি অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি। ভারতের জনগণের প্রতি তাঁর স্নেহ সর্বদা লালিত থাকবে। ঈশ্বরের আলিঙ্গনে তাঁর আত্মা চির শান্তি পাক।”
প্রসঙ্গত, ২০১৩ সালে রোমান ক্যাথলিক চার্চের ২৬তম পোপ হন পোপ ফ্রান্সিস। তিনি পোপ ষোড়শ বেনেডিক্টের উত্তরসূরি নির্বাচিত হন। গত এক হাজার বছরে পোপ ফ্রান্সিসই প্রথম ব্যক্তি যিনি ইউরোপীয় না-হওয়া সত্ত্বেও ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ পদে পৌঁছন।
পোপ ফ্রান্সিস ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর আর্জেন্টিনার ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন। পোপ হওয়ার আগে তাঁর নাম ছিল জর্জ মারিও বার্গোগলিও। পোপ তার জীবনের বেশিরভাগ সময় আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে কাটিয়েছেন।
তিনি ছিলেন সোসাইটি অফ জেসুস (জেসুইটস)-এর সদস্য এবং আমেরিকা থেকে আগত প্রথম পোপ। তিনি বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় থেকে দর্শন ও ধর্মতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৮ সালে, তিনি বুয়েনস আইরেসের আর্চবিশপ হন। ২০০১ সালে, পোপ জন পল দ্বিতীয় তাঁকে কার্ডিনাল করেন।
Be the first to comment