পরিবেশ বাঁচানোর শপথ নিয়ে একাই পথ হাঁটছেন বছর ৩২ এর রাজেশ্বরী সিংহ। তাঁর লক্ষ্য, পায়ে হেঁটে চার রাজ্যের এক হাজার ১০০ কিমি পথ পাড়ি দিয়ে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের আগে দিল্লি পৌঁছনো এবং পরিবেশ রক্ষার বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়া। বর্জ্য উৎপাদন কমানোর বার্তা নিয়ে গত ২২ এপ্রিল ‘ধরিত্রী দিবস’এর দিন গুজরাতের ভদোদরা থেকে পথ হাঁটা শুরু করেছেন এই যুবতী।
নিজের এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে সমাজের কাছে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিতে রাজেশ্বরী এতটাই আগ্রহী যে নিজের এই দীর্ঘ যাত্রা পথে পরিবেশ দূষিত হয় বা বর্জ্য উৎপাদন হয় এমন কিছুই ব্যবহার করছেন না তিনি। প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের কিছুই তিনি ব্যবহার করছেন না। এই প্রখর গরমে রোজ ৩০ থেকে ৩৫ কিমি পথ হাঁটছেন যুবতী। গরমের হাত থেকে বাঁচতে রোজ ভোর সাড়ে চারটেয় পথ হাঁটা শুরু করছেন তিনি। মাঝে দুপুরে বিশ্রাম নিয়ে সন্ধ্যেবেলায় ফের শুরু করছেন হাঁটা। গুজরাত, রাজস্থান, হরিয়ানা হয়ে দিল্লি যাবেন তিনি। চার রাজ্যের ২২টি শহর নিয়ে তাঁর এই পদযাত্রা ছুঁয়ে যাবে।
Be the first to comment