রাজ্য পরিবহন দফতর-এর বড় সাফল্য

Spread the love

সূত্রের খবর, বিশ্ব ব্যাঙ্ক টাকা মঞ্জুর করেছে পরিবহন দফতরকে। বিশ্বব্যাঙ্ক এর সাবসিডিতে কলকাতার রাস্তায় ৮০টা ইলেকট্রিক বাস। দুর্গাপুর, আসানসোল এর জন্য ৩৪ আসনের ইলেক্ট্রিক বাস ৩০ টা।

প্রতি বাসে খরচ ১ কোটির একটু বেশি। বিশ্ব ব্যাঙ্ক বাস প্রতি 60 লক্ষ টাকা করে সাবসিডি দিচ্ছে। ডিসেম্বরএর মধ্যে এ ছাড়াও ৪২৮টা নতুন বাস নামাচ্ছে পরিবহন দফতর। ইতিমধ্যেই রাজ্য সরকার ২০ টা ইলেকট্রিক বাস কিনে ফেলেছে। সেগুলো কলকাতা ও রাজারহাট নিউটাউন এর রাস্তায় চলবে।

তার বাইরে নতুন ১১০টা ইলেক্ট্রিক বাস ওয়ার্ল্ড ব্যাঙ্ক এর সাবসিডিতে পাচ্ছে রাজ্য।

পরিবহন দফতর সূত্রের খবর, কলকাতার ইলেক্ট্রিক বাসগুলো সিটিসি ট্রাম ডিপোতে চার্জ করা হবে, দূর্গাপুর আসানসোলের ইলেকট্রিক বাসগুলো এসবিএসটিসি বাস ডিপোতে চার্জ করা যাবে। পরিবহন আধিকারিকরা সার্ভে করে ফেলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*