বিশ্বকাপে স্পেনের সঙ্গে ড্র করার পর বুধবার ফের মাঠে নামছে রোনাল্ডোর পর্তুগাল। বি গ্রুপের এই ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ মরক্কো। এই ম্যাচ থেকে তিন পয়েন্ট নিশ্চিত করতে চাইছেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। অন্যদিকে প্রথম ম্যাচে ইরানের কাছে হারের পর এটা মরক্কোর কাছে মরণবাঁচন ম্যাচ। একদিকে তুঙ্গে আত্মবিশ্বাস। আরেক দিকে তলানিতে। এই দুই ভিন্ন মানসিকতা নিয়ে বুধবারের ম্যাচে খেলতে নামছে পর্তুগাল এবং মরক্কো। পিছিয়ে পড়েও স্পেন সঙ্গে ড্র করে টগবগ করে ফুটছে পর্তুগাল শিবির। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফর্ম চাগিয়ে দিয়েছে টিমের আত্মবিশ্বাসকে।
আগের ম্যাচে ইরানকে ইঞ্জুরি টাইম পর্যন্ত আটকে দিয়েছিলেন মরক্কোর ডিফেন্ডাররা। একইসঙ্গে আত্মঘাতী গোলে ইরানের কাছে হেরে হতাশও। ১৯৮৬ সালে শেষ বিশ্বকাপ ম্যাচ জিতেছিল মরক্কো। বুধবারের ম্যাচে চার ডিফেন্ডর নিয়ে খেলার সম্ভাবনা মরক্কো দলের।
Be the first to comment